বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০২:৪৩
ব্রেকিং নিউজ

সোমবারের মধ্যে জবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি

সোমবারের মধ্যে জবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি

উত্তরণবার্তা প্রতিবেদক : নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে আগামী সোমবারের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। এ বিষয়ে শনিবার উপাচার্যের কাছে লিখিত আবেদন পাঠানো হয়েছে। এতে বলা হয়, ইতোমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত ৬ এপ্রিল কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠনের পর ৯ দিন অতিবাহিত হলেও এবং উপাচার্যকে অনুরোধ করার পরও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা আহ্বান করা হয়নি। ইউনিট ভর্তি কমিটিগুলো ইতোমধ্যে সভা করে ভর্তি কার্যক্রম শুরু করেছে। তবে বেশ কিছু সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটির অনুমোদন প্রয়োজন। কিন্তু কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা না হওয়ায় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ এবং ভর্তি পরীক্ষার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

এর ফলে ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্নে অহেতুক বিলম্ব এবং সেশন জটের আশঙ্কা তৈরি হচ্ছে। ঈদের ছুটির আগে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ না হলে নানা জটিলতা সৃষ্টি হতে পারে। নিজস্ব ভর্তি প্রক্রিয়ার বিষয়ে শিক্ষক সমিতির সঙ্গে একাত্মতা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন নীল দল। গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে তাদের অবস্থানে তারা এখনও অটুট বলে জানায়। গতকাল দলটির দপ্তর সম্পাদক শাহ মো. আরিফুল আবেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ