শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১২:০৭
ব্রেকিং নিউজ

ঢাবির চারুকলায় মঙ্গল শোভাযাত্রার শেষমুহূর্তের প্রস্তুতি

ঢাবির চারুকলায় মঙ্গল শোভাযাত্রার শেষমুহূর্তের প্রস্তুতি

উত্তরণবার্তা প্রতিবেদক : আর একদিন পরই আসছে বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ। নতুন বছরকে স্বাগত জানানোর মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। তারই প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। শোভাযাত্রার এবারের দায়িত্বে রয়েছে, চারুকলা অনুষদের ২৪ ও ২৫তম ব্যাচের শিক্ষর্থীরা। ‘পৃথিবীতে শান্তি নেমে আসুক’ এই কামনায় এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’। আগুন স্নানে প্রকৃতি নিজেকে শুদ্ধ করে প্রস্তুতি নিচ্ছে বসন্তকে বিদায় জানানোর। রুদ্র বৈশাখকে বরণে প্রস্তুত বাঙালিও। রঙিন চরকা হাতে অপেক্ষায় চারুকলা অনুষদের কারুশিল্পী। নববর্ষ তার কাছে সকলে মিলে এক হওয়ার দিন।  

ব্যস্ততায় বিভোর শিক্ষার্থীরাও। তাদের রঙ-তুলির আঁচড়ে সেজে উঠছে মুখোশ, সরা, মাটির জিনিসপত্র, ছবি ইত্যাদি। এবার শোভাযাত্রার সম্মুখে ভাগে শান্তির বার্তা জানিয়ে রাখা হবে পায়রার প্রতীকী রূপ। এছাড়াও থাকবে নীল গাই, টেপা পুতুল, ঘোড়ার প্রতীকী কাঠামো। মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য বরিষ ধরা মাঝে শান্তির বারি।শোভাযাত্রা যে কোনো উৎসবের প্রাণ; যা আনন্দময়, তা-ই মঙ্গলময়। জাতি-ধর্ম-বর্ণ সম্প্রদায়ের ঊর্ধ্বে থাকা উৎসব বর্ষবরণ। নববর্ষে আনন্দে উল্লাসে মেতে উঠুক বাঙালি, আর শোভাযাত্রা সেই আনন্দকে বহন করে বয়ে নিয়ে চলুক অনাগত ভবিষ্যৎ, নববর্ষ উৎযাপনে এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ