মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৫:৪৫
ব্রেকিং নিউজ

সাহরির জন্য পটল দিয়ে ইলিশ রান্না করবেন যেভাবে

সাহরির জন্য পটল দিয়ে ইলিশ রান্না করবেন যেভাবে

উত্তরণবার্তা ডেস্ক : সাহরির জন্য হালকা মসলার খাবার বেশি স্বাস্থ্যকর। এসময় ভারী খাবার খেলে হজমে সমস্যা হতে পারে। তাই চেষ্টা করুন অল্প মসলায় তৈরি করা খাবার খেতে। সাহরিতে গরম ভাতের সঙ্গে পটল দিয়ে ইলিশের ঝোল হলে খেতে ভালোলাগবে। এটি খুব সহজ রান্না। অল্প সময়েই তৈরি করা সম্ভব। চলুন জেনে নেয়া যাক  সাহরির জন্য পটল দিয়ে ইলিশ রান্না করবেন যেভাবে।

তৈরি করতে যা লাগবে :

ইলিশ মাছ- ৪ পিস

পটল- আধা কেজি

আলু- ২-৩টি

পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ

হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করে

আদা ও রসুন বাটা- ১ চা চামচ

সয়াবিন তেল- ৪ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

কাঁচা মরিচ- ৫-৬টি।

যেভাবে তৈরি করবেন :
আলু ও পটল খোসা ফেলে লম্বা করে কেটে নিন। ইলিশ মাছের পিসগুলো ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে কষিয়ে নিন। এরপর আলু ও পটল কষিয়ে পরিমাণমতো পানি দিন। ফুটে উঠলে কাঁচা ইলিশ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করুন পাঁচ মিনিট। শেষে কাঁচা মরিচ দিয়ে নেড়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK