রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১০:০১

আগামী বছর থেকে সকল বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

আগামী বছর থেকে সকল বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা   :  শিক্ষামন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : আগামী বছর থেকে সকল বিশ্ববিদ্যালয়ের একটিমাত্র ভর্তি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেন, জাতীয় মেধা তালিকা হবে। সেই তালিকা অনুসারে ভর্তি হবে। ১৫ মার্চ বুধবার  কুষ্টিয়ার দৌলতপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধনের পরে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দিপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং একেবারেই নিষিদ্ধ। সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে র‍্যাগিং বন্ধের চেষ্টা করছি। র‍্যাগিং অন্যান্য সামাজিক সমস্যার মতোই একটি সমস্যা। শুধুমাত্র আইন করে কিংবা শিক্ষকদের দিয়ে হবে না, র‍্যাগিং বন্ধে মানসিকতা ও একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আইন থাকা সত্ত্বেও বিশ্বের অনেক জায়গায় এখনও র‍্যাগিং হয়। এতে অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যায়। এটি কারও কাম্য নয়। এটি বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, এতে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে।তিনি আরও বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে হয়রানি ও ব্যয় কমেছে। তবে নতুন কোন সিস্টেম চালু করতে গেলে সেখানে কিছু সমস্যা হতে পারে, এ ক্ষেত্রেও কিছু সমস্যা হচ্ছে।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ