শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০১:৪০

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

উত্তরণ বার্তা ডেস্ক : রাজধানীতে সকাল থেকে ঘন কুয়াশা ও সূর্যের দেখা নেই। পশ্চিম/দক্ষিণ-পশ্চিমের হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে শীতের অনুভূতি। এর মধ্যেই বুধবার বেলা পৌনে ১২টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এদিন সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে– শীতের এই সময়ে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে– ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি বা ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
উত্তরণ বার্তা/এআর




 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ

৬ জুন বাজেট ঘোষণা

 ০৯ মে, ২০২৪