রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৪:৩১
ব্রেকিং নিউজ

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু

উত্তরণ বার্তা প্রতিবেদক : মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।১৮ জানুয়ারি সোমবার ভোর সাড়ে ৪টা থেকে একটানা সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর বেলা ১১টার দিকে এই নৌরুটে ফেরিসহ সব প্রকারের নৌযান চলাচল শুরু হয়। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি'র ব্যবস্থাপক(বানিজ্য) মো. সাফায়েত আহম্মেদ জানান, নদীতে ঘন কুয়াশা দেখা দিলে এবং সিগন্যাল বয়া বাতি দেখা না যাওয়ার কারণে ভোর সাড়ে ৪টার দিকে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।  পরে বেলা ১১টার দিকে কুয়াশা কেটে গেলে আবার নৌযান চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিএ'র নৌ পরিদর্শক মো.সোলেমান জানান, এ নৌরুটে ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক স্পিডবোট চলাচল করছে প্রতিদিন।
মাওয়া নৌফাঁড়ির ইনচার্জ (টিআই) মো. হিলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাটের চারটি ফেরি বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ঘনকুয়াশা কেটে যাওয়ার পর ফেরিসহ সকল নৌযান চলাচল শুরু হলেও শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় আটকা আছে ৮০টি পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসসহ ছোট বড় ৪ শতাধিক যানবাহন।   
উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ