মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৭:৪১

বিপিএলে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

বিপিএলে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

উত্তরণবার্তা ডেস্ক : দেখতে দেখতে শেষ মুহূর্তে বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আজ সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ফাইনাল দিয়েই পর্দা নামছে দেড় মাসব্যাপী এই আসরের। শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছ'টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই মহারণ। বিপিএলের এই আসরে বেড়েছে প্রাইজমানির অঙ্ক। জয়ী দল শিরোপার পাশাপাশি পাচ্ছে বেশ মোটা অঙ্কের প্রাইজমানি। চলুন দেখে নেয়া যাক, ফাইনাল শেষে কারা কতো অর্থ পাবেন।
 
সব মিলিয়ে এবারের বিপিএলে প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি টাকা। এর মধ্যে শিরোপাজয়ী দলই পাবে ২ কোটি টাকা। রানার্স আপ পাবে ১ কোটি টাকা। যা গত মৌসুমে চ্যাম্পিয়নদের জন্য ছিলো ১ কোটি এবং রানার্স আপ টিমের জন্য বরাদ্দ ছিলো ৫০ লাখ টাকা। একইসাথে বেড়েছে সেরা ব্যাটার ও বোলারের আর্থিক পুরস্কারের পরিমাণও।
 
টুর্নামেন্টে সর্বোচ্চ রানের মালিক পাবেন ৫ লাখ টাকা। এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন সিলেটের নাজমুল হোসেন শান্ত। ১৪ ম্যাচ খেলে ৪৫২ রান করেছেন এই ব্যাটার। সর্বোচ্চ উইকেট শিকারির স্থানটা দখল করে আছেন রংপুর রাইডার্সের হাসান মাহমুদ। আসরে মোট ১৭টি উইকেট নিয়েছেন এই বোলার। সেরা উইকেট শিকারির জন্যও থাকছে ৫ লাখ টাকা আর্থিক পুরস্কার। এছাড়া বিপিএলে সেরা ফিল্ডার পাচ্ছেন ৩ লাখ টাকা। এদিকে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য রাখা হয়েছে ৫ লাখ টাকা। অপরদিকে টুর্নামেন্টে সেরা খেলোয়াড় পাচ্ছেন ১০ লাখ টাকা।
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 
 
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK