সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৩:২৫
ব্রেকিং নিউজ

নওগাঁ হাসপাতালে এক বছরে ৪ লাখ ৭২ হাজার ২৭০ জনকে চিকিৎসা সেবা প্রদান

নওগাঁ হাসপাতালে এক বছরে ৪ লাখ ৭২ হাজার ২৭০ জনকে চিকিৎসা সেবা প্রদান

উত্তরণবার্তা প্রতিবেদক : নওগাঁ জেলা শহরের ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে গত এক বছরে ৪ লাখ ৭২ হাজার ২৭০ জনকে বিভিন্ন ধরনের চিকিৎসা-সেবা প্রদান করা হয়েছে। নওগাঁ হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী জানিয়েছেন, আন্ত:বিভাগে ৪৬ হাজার ২শ’ ৫১ জন, জরুরী বিভাগে ৮১ হাজার ৭শ’ ৭৬ জন, বহি:বিভাগে ৩ লাখ, ২৬ হাজার ৬৯১ জন,  নরমাল ডেলিভারী ১ হাজার ১শ’ ৩৩ জন, সিজারিয়ান ডেলিভারী ২৯১ জন, মেজর সার্জারী ৭৮২ জন  এবং  মাইনর সার্জারী ১৪ হাজার ৮৬৪ জন চিকিৎসা-সেবা পেয়েছেন।   
 
২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জন সাধারনকে এই সেবা দেয়া হয়েছে। জানুয়ারি' মাসে (২০২২) আন্ত:বিভাগে ৩ হাজার ১৪৮ জন, জরুরী বিভাগে ৫ হাজার ৯৬০ জন, বহি:বিভাগে ২৯ হাজার ২শ’ ৯২ জন, নরমাল ডেলিভারি ৭৯ জন, সিজারিয়ান ডেলিভারি ৩৯ জন এবং  মাইনর সার্জারি ১২২০ জন। ফেব্রæয়ারি' মাসে (২০২২)  আন্ত:বিভাগে ২ হাজার ৭শ’ ৯৩ জন, জরুরী বিভাগে ৫ হাজার ২শ’ ৩১ জন, বহি:বিভাগে ২৪ হাজার ৫৪০ জন, নরমাল ডেলিভারি ৭৫ জন, সিজারিয়ান ডেলিভারি ২৩ জন, মেজর সিজারিয়ান ৬৫ জন এবং মাইনর সিজারিয়ান ১২৩৫ জন। 
 
মার্চ মাসে (২০২২) আন্ত:বিভাগে ৩ হাজার ৮শ’ ৫৯ জন,  জরুরী বিভাগে ৬ হাজার ৯শ’ ৫৬ জন, বহি:বিভাগে  ২৮ হাজার ৪শ’ ৮৬ জন, নরমাল ডেলিভারি ৭৬ জন, সিজারিয়ান ডেলিভারি  ১৪ জন, মেজর সার্জারি ৬৭জন এর্ব মাইনর সার্জারি  ১ হাজার ২শ’ ৩৭ জন। এপ্রিল মাসে (২০২২) আন্ত:বিভাগে ৩ হাজার ৬শ’ ৮৯  জন,  জরুরীবিভাগে ৬ হাজার ৩৫২  জন, বহি:বিভাগে ২১ হাজার ৩৮৭  জন, নরমাল ডেলিভারি ৭৮ জন, সিজারিয়ান ডেলিভারি ১৪  জন, মেজর সার্জারি ৬৯  জন এবং মাইনর সার্জারি  ১২৩৮ জন। 
 
মে' মাসে (২০২২) আন্ত:বিভাগে ৪ হাজার ৫৭৮  জন, জরুরী বিভাগে ৭ হাজার ৯শ’ ৬৮ জন, বহি:বিভাগে ২০ হাজার ৯৭১ জন,  নরমাল ডেলিভারি ৯৮  জন, সিজারিয়ান ডেলিভারি ২১  জন, মেজর সার্জারি ৭০  জন এবং মাইনর সার্জারি ১২৪০ জন। জুন' মাসে (২০২২)  আন্ত:বিভাগে ৩ হাজার ৯শ’ ৪০ জন, জরুরি বিভাগে ৭ হাজার ১শ’ ৩১ জন, বহি:বিভাগে ২৮ হাজার ২শ’ ৬২ জন, নরমাল ডেলিভারি  ৯৮ জন, সিজারিয়ান ডেলিভারি ২১  জন, মেজর সার্জারি ৭১ জন এবং মাইনর সার্জারি ১২৪১ জন। 
 
জুলাই'  মাসে (২০২২) আন্ত:বিভাগে ৪ হাজার ১শ’ ৩২  জন, জরুরী বিভাগে  ৭ হাজার ৭শ’ ৫৫ জন, বহি:বিভাগে ২৬ হাজার ২০৪   জন, নরমাল ডেলিভারি ৬৪  জন, সিজারিয়ান ডেলিভারি ১৬ জন, মেজর সার্জারি ৭১ জন এবংমাইনর সার্জারি  ১ হাজার ২৪১ জন। আগস্ট মাসে (২০২২)  আন্ত:বিভাগে ৪০ হাজার ৪৪ জন, জরুরী বিভাগে ৭০০১ জন, বহি:বিভাগে ৩০ হাজার ৫শ’ ৭০ জন, নরমাল ডেলিভারি ১০৮  জন, সিজারিয়ান ডেলিভারি ২৬ জন, মেজর সার্জারি ৭১ জন এবং মাইনর সার্জারি  ১২৪১ জন। 
 
সেপ্টেম্বর' মাসে (২০২২)  আন্ত:বিভাগে  ৪হাজার ১৮ জন, জরুরী বিভাগে ৬ হাজার ৭শ’ ৬৪  জন, বহি:বিভাগে ৩০ হাজার ৫শ’ ৭০ জন, নরমাল ডেলিভারি ১২০  জন, সিজারিয়ান ডেলিভারি ৩০ জন, মেজর সার্জারি ৭৯  জন এবং মাইনর সার্জারি  ১২৪১ জন। অক্টোবর' মাসে (২০২২) আন্ত:বিভাগে ৪ হাজার ৩শ’ ৩১ জন, জরুরী বিভাগে ৭ হাজার ৩শ’ ৮৬ জন, বহি:বিভাগে ৩১ হাজার ৪শ’ ১৮ জন, নরমাল ডেলিভারি ১১৬ জন, সিজারিয়ান ডেলিভারি  ২৯ জন,  মেজর সার্জারি ৭১ জন এবং মাইনর সার্জারি  ১ হাজার ২শ’ ৪২ জন। 
 
নভেম্বর' মাসে (২০২২) আন্ত:বিভাগে ৪ হাজার ৭৮  জন, জরুরী বিভাগে ৬হাজার ৯৮২ জন, বহি:বিভাগে ৩১ হাজার ৪১৮ জন, নরমাল ডেলিভারি ১২০ জন, সিজারিয়ান ডেলিভারি ৩০ জন, মেজর সার্জারি ৭৮ জন এবং মাইনর সার্জারি ১ হাজার ২শ’ ৪৪ জন। ডিসেম্বর মাসে' (২০২২) আন্ত:বিভাগে ৩ হাজার ৬শ’ ৪১ জন, জরুরী বিভাগে ৬ হাজার ৩০০ জন, বহি:বিভাগে ২৩ হাজার ৫শ’ ৭৩ জন, নরমাল ডেলিভারি ১২৪ জন, সিজারিয়ান ডেলিভারি ৩১ জন, মেজর সার্জারি  ৩১ জন এবং  মাইনর সার্জারি  ১ হাজার ২শ’ ৪৫ জন চিকিৎসা-সেবা পেয়েছেন। 
উত্তরণবার্তা/এসএ
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ