বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৭:৫৬
ব্রেকিং নিউজ

কক্সবাজারে ইয়াবা পাচার মামলার রায়ে ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

কক্সবাজারে ইয়াবা পাচার মামলার রায়ে ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

উত্তরণবার্তা প্রতিবেদক : কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৮ রোহিঙ্গা নাগরিককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে।সোমবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত  জেলা ও দায়রা জজ নিশাত সুলতানা এ রায় প্রদান করেন। মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে- মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকার বাসিন্দা  মোহাম্মদ ধইল্ল্যা, রবি আলম,  মোহাম্মদ আলম,  মোহাম্মদ শফিকুল,  মোহাম্মদ নুর, নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন।মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম বলেন, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর  ভোরে  টেকনাফ উপজেলার  সেন্টমার্টিনের  ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগরে মাছ ধরার একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক  দেখে  কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ  দেন। এই সময়ে ট্রলারটির চালক দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি ধাওয়া করে ৮ জনকে আটক করতে সক্ষম হন। এসময় প্রত্যেকের কাছ  থেকে ২৫ হাজার করে  মোট দুই লাখ ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায়  কোস্টগার্ডের এক সদস্য বাদী হয়ে ২০১৯ সালের ১৯  সেপ্টেম্বর  টেকনাফ থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারি কর্মকর্তা ২০২০ সালের ২ ফেব্রুয়ারী আদালতে চার্জশীট জমা দেন। ২০২১ সালের ১৮ মার্চ আসামিদের বিরুদ্ধে বিচার (চার্জগঠন) শুরু হয়।পাবলিক প্রসিকিউটর (পিপি) বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া  শেষে সোমবার দুপুরে বিচারক মামলার রায়  ঘোষণা করেন। রায়  ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK