মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৬:৪৭

জেএসসি-জেডিসি পরীক্ষা আর হবে না

জেএসসি-জেডিসি পরীক্ষা আর হবে না

উত্তরণবার্তা প্রতিবেদক : চলতি শিক্ষাবর্ষ থেকে বাতিল হচ্ছে অষ্টম শ্রেণি ও সমমানের সার্টিফিকেট পরীক্ষা। নতুন শিক্ষাক্রমে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। এর আলোকে চলতি বছর থেকে পরবর্তী বছরগুলোতে এসব পরীক্ষা বাতিলে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করা হয়েছিল। যার সারসংক্ষেপ হলো, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পাবলিক বা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি। তাই ২০২২ সাল থেকে পরবর্তীতে পরীক্ষা দুটি বাতিলের বিষয় বিবেচনা করা যেতে পারে। প্রধানমন্ত্রী এ প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। অনুমোদনের ভিত্তিতে পরীক্ষা বাতিলের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ