সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৭:৫০
ব্রেকিং নিউজ

রৌমারী উপজেলায় ২৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে র্স্মাট কার্ড প্রদান

রৌমারী উপজেলায় ২৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে র্স্মাট কার্ড প্রদান

উত্তরণবার্তা প্রতিবেদক : কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২৫০ জন বীর মুক্তিযোদ্ধা দীর্ঘ ৫১ বছর পর র্স্মাট কার্ড পেয়েও আনন্দে ভোরে গেছে বীরসেনাদের বুক। এমনটি বলছেন ১৯৭১ সালে বেচে থাকা বীর মুক্তিযোদ্ধারা। ১৭ নভেম্বর বৃহুস্পতিবার  উপজেলা হলরুমে বীর সেনাদের হাতে দীর্ঘ ৫১ বছর পর তুলে দিলেন স্মার্ট কার্ড। এসময় উপস্তিতি ছিলেন,উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা আকতার সৃতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আকতার, রৌমারী উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের ইউপি চেয়ারম্যান। র্স্মাট কার্ড বিতরনকালে বীর মুক্তিাযোদ্ধা আব্দুল কাদের ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন ১৯৭১ সালে এই রৌমারী সিজি,জামান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৬৫ হাজার মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ নিয়েছিলেন।
 
এই উপজেলাটিতে পাকিস্থানী হায়নাররা প্রবেশ করতে পারেনণি। রৌমারী সেদিন মুক্তঞ্চল ছিলো এখানে ঢুকতে দেইনি হানাদারহানীর লোকদের। সেদিনের বীর সেনাদের দাবী দেশ স্বাধিনের দীর্ঘ ৫১ বছর পেরিয়ে গেলেও আজো পর্যন্ত মুক্তাঞ্চল ঘোষনা করা হয়নি। তিনি আরও বলেন বাংলাদের কুড়িগ্রামের রৌমারী উপজেলাটি ৭১ যুদ্ধের সময় মুক্তাঞ্চল ছিলো,বর্তমান সরকারের কাছে আমাদের দাবী রৌমারীকে মুক্তাঞ্চল ঘোষনা করা হোক। বীর যোদ্ধার দীর্ঘ ৫১ বছর পর র্স্মাট কার্ড হাতে পেয়ে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে রৌমারী বীর সেনারা।
উত্তরণবার্তা/রৌমারী প্রতিনিধি/মাজহারুল
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ