সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৮:০৩
ব্রেকিং নিউজ

একটু হাসুন : হাতি স্যার

একটু হাসুন : হাতি স্যার

উত্তরণবার্তা ডেস্ক : * দুই বান্ধবী
: এই রুমা, তোর স্বামী কি এখনো আগেরমতো দাঁত খিঁচুনি দেয়?
না রে, একদম ভালো হয়ে গেছে।
: যাক বাবা, শুনে খুব খুশি হলাম। আচ্ছা কীভাবে ওই বদ অভ্যাসটা ঠিক হলো?
ছোট একটা হাতুড়ি দিয়ে সবগুলো দাঁত ভেঙে দিয়েছি! এখন একদম ঠিক।

* দুই বন্ধু
রন্টি : ভাবছি ব্যাংক থেকে দশ হাজার টাকা লোন নেব।
বান্টি : দশ হাজার কেন? তারচেয়ে তুই দশ কোটি টাকা লোন নে।
রন্টি : কেন, দশ কোটি কেন?
বান্টি : দশ হাজার টাকা লোন করলে সেটা তোর মাথাব্যথা, আর তুই যদি দশ কোটি টাকা লোন নিস তাহলে সেটা ব্যাংকের মাথাব্যথা! এখন ভেবে দেখ।

* দুই মাতাল
প্রথম মাতাল : তোমার বাসা কোথায়?
দ্বিতীয় মাতাল : আমার কোনো নির্দিষ্ট বাসা নেই। আচ্ছা, তোমার বাসা কোথায়?
প্রথম মাতাল : আমি তোমার ওপরের ফ্ল্যাটের ঠিক ওপরের ফ্ল্যাটটায় থাকি!

* ছাত্র-শিক্ষক
শিক্ষক : বল তো বিট্টু, দুনিয়াতে সবচেয়ে হাসিখুশি প্রাণী কোনটি?
বিট্টু : হাতি স্যার!
শিক্ষক : কেন?
বিট্টু : দেখেন না স্যার, হাতি খুশিতে সব সময় তার দাঁত বের করে রাখে!

* স্বামী-স্ত্রী
স্বামী : এই দেখো, তোমার জন্মদিন উপলক্ষ্যে এই সোনার নেকলেসটা এনেছি।
স্ত্রী : নেকলেস! কিন্তু আমি তো গাড়ি চেয়েছিলাম!
স্বামী : ইয়ে মানে কী করব বল, নকল গাড়ি যে পাওয়া যায় না!
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ