শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৩:২২

নেদারল্যান্ডসকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

নেদারল্যান্ডসকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

উত্তরণবার্তা ডেস্ক : নেদারল্যান্ডসকে হারালেই চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা। এমন সমীকরনকে মাথায়  রেখে সুপার টুয়েলভে গ্রুপ-২এ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে কাল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। গত বিশ্বকাপে রান রেটের মারপ্যাচে পড়ে সেমিফাইনাল খেলতে পারেনি প্রোটিয়ারা। এবার সেমিতে উঠে গত আসরের দুঃখ ভুলতে চায় দক্ষিণ আফ্রিকা। 
 
অন্যদিকে, চমক দেখিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে চায় নেদারল্যান্ডস। অ্যাডিলেডে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচটি। গ্রুপ-২এ সব দলই ৪টি করে ম্যাচ খেলেছে। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। টেবিলের দ্বিতীয়স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫। সমান ৪ করে পয়েন্ট আছে পাকিস্তান ও বাংলাদেশের। এই গ্রুপ থেকে এই চার দলের সেমিফাইনালে খেলার সুযোগ থাকছে। 
 
শেষ রাউন্ডের ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকা নিজ-নিজ ম্যাচে জিতলেই সেমিফাইনালে খেলবে। এতে  বাংলাদেশ-পাকিস্তানের সেমির আশা শেষ হয়ে যাবে। নেদারল্যান্ডসের কাছে হারলে সুপার টুয়েলভ থেকে বিশ^কাপ মিশন শেষ হবে দক্ষিণ আফ্রিকার। নেদারল্যান্ডসকে হারিয়েই সেমিফাইনাল নিশ্চিত করে, গত আসরের দুঃখ ভুলতে চায় দক্ষিণ আফ্রিকা। গত আসরে ৫ ম্যাচে ৪ জয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সমান ৮ পয়েন্ট পেয়েও, রান রেটে পিছিয়ে থাকার কারনে সেমিতে উঠতে পারেনি প্রোটিয়ারা। 
 
এবার আর রান রেটের কোন ঝামেলা নেই দক্ষিণ আফ্রিকার সামনে। জিতলেই সেমি নিশ্চিত হবে প্রোটিয়াদের। দলের স্পিনার কেশব মহারাজ বলেন, ‘গত আসরের স্মৃতি এখনও আমরা ভুলিনি। রান রেটে পিছিয়ে থাকায় সেমিতে উঠতে পারিনি আমরা। এবার আমাদের সামনে একটাই সমীকরণ- জিতে সেমির টিকিট নিশ্চিত করা। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে সেরা পারফরমেন্স দিয়ে জয় তুলে নিতে চাই আমরা।’
 
অন্য দিকে ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে নেদারল্যান্ডস। আগের ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভ পর্বে প্রথম জয়ের দেখা পায় ডাচরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শেষ করার লক্ষ্য নেদারল্যান্ডসের। দলের টপ-অর্ডার ব্যাটার টম কুপার বলেন, ‘সুপার টুয়েলভে প্রথম তিন ম্যাচ হারার পর  জিম্বাবুয়ের বিপক্ষে জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। ঐ জয় শেষ ম্যাচে কাজে দিবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চাই আমরা।’ টি-টোয়েন্টিতে একবার দেখা হয়েছে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডসের। সেটি ২০১৪ সালের বিশ্বকাপে। প্রতি›দ্বন্দিতাপূর্ণ ম্যাচে ৬ রানে জিতেছিলো প্রোটিয়ারা। 
 
দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেনডিক্স, হেনরিচ ক্লাসেন, কেশভ মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিচ নর্টি, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, রিলি রৌসু, ওয়েইন পারনেল, তাবরাইজ শামসি ও ট্রিস্টান স্টাবস।
 
নেদারল্যান্ডস দল : স্কট এডওয়াডর্স (অধিনায়ক, উইকেটরক্ষক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, লোগান ভ্যান বেক, টম কুপার, ব্র্যান্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গুগেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিডে, পল ভ্যান মিকেরেন, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, স্টেফান মাইবার্গ, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, টিম প্রিংলে এবং বিক্রম সিং।
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK