শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৪৮
ব্রেকিং নিউজ

গোপালগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে গুচ্ছ ভর্তি পরীক্ষা

গোপালগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে গুচ্ছ ভর্তি পরীক্ষা

উত্তরণবার্তা প্রতিবেদক : গোপালগঞ্জ শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৬৯৯ জন শিক্ষার্থীয় অংশ গ্রহণ করার কথা ছিল। কিন্ত শেষ পর্যন্ত ৪৪৯ জন এ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার্থী অংশ গ্রহণের হার ৬৪%। ওই কলেজের ১৭টি রুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ নয়ন চন্দ্র ঘোষ বলেন, বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশি^বিদ্যালয়ের অধীনে দেশের ৮টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ শনিবার একযোগে ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

এতে ৮ হাজার ৪৩০ জন শিক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে আবেদন করেন। আমাদের কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ফল প্রকাশিত হবে। ৮টি কলেজে ৯৬০ জন ভর্তির সুযোগ পাবেন। অধ্যক্ষ আরো জানান, গত বছর ১২০ জন শিক্ষার্থী ভর্তি করে শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এ বছর ২য় ব্যাচের শিক্ষার্থী ভর্তি করা হবে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ