শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৩:০৮

এশিয়া কাপের দল ঘোষণা পাকিস্তানের

এশিয়া কাপের দল ঘোষণা পাকিস্তানের

উত্তরণবার্তা ডেস্ক : দলে পেসার হাসান আলি নেই। এ ছাড়া তেমন কোনো চমক নেই। আসন্ন এশিয়া কাপের জন্য সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী দলটাই ঘোষণা করেছে পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে আছেন মোটামুটি পরিচিত সবাই। একই সঙ্গে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলও ঘোষণা করেছে তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেই আরব আমিরাতে পাড়ি জমাবেন বাবররা। 
 
গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট না খেলা শাহিন শাহ আফ্রিদি আছেন দুই দলেই। হাসান আলির জায়গায় নেওয়া হয়েছে আরেক পেসার নাসিম শাহকে। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজটি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। নেদারল্যান্ডসের বিপক্ষে যে দলটা খেলবে, সে দল থেকে পাঁচজনকে পরিবর্তন করে এশিয়া কাপে যাবে পাকিস্তান। নেদারল্যান্ডসের বিপক্ষে আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, মোহাম্মদ হারিস, সালমান আলি আগা, জাহিদ মেহমুদরা খেললেও এদের কেউই এশিয়া কাপে থাকবেন না। তাঁদের জায়গায় সুযোগ পাবেন আসিফ আলি, হায়দার আলি, ইফতিখার আহমেদ ও উসমান কাদির। 
 
দুই দলই বেশ শক্তিশালী। আর এটাই হয়েছে পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমের সন্তুষ্টির কারণ, ‘আমরা দলে শুধু সেসব জায়গাগুলোতেই পরিবর্তন এনেছি, যেগুলো আমাদের কাছে দরকারি বলে মনে হয়েছে। দুটি সিরিজই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অধিনায়ক আর কোচের সঙ্গে আলোচনা করে দুই সিরিজের জন্যই সর্বোচ্চ শক্তিশালী দলটা ঘোষণা করেছি আমরা।’ হাসান আলির জায়গায় নাসিম শাহের ডাক পাওয়ার ব্যাপারটাও ব্যাখ্যা করেছেন তিনি, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাসানকে একটু বিরতি দেওয়া হয়েছে। ওর জায়গায় নাসিম শাহকে নেওয়া হয়েছে। ও অনেক দ্রুতগতির একজন বোলার যে কিনা আমাদের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করে তুলবে, যে বিভাগে এর মধ্যেই হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও শাহনাওয়াজ দাহানির মতো বোলাররা আছে।’
 
এর আগে নাসিম কখনও সাদা বলের ক্রিকেট খেলেননি। তাও কেন এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ আসরে তার ওপর ভরসা করা হচ্ছে, সে কারণটাও বলেছেন ওয়াসিম, ‘নাসিম কখনও সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। কিন্তু লাল বলের ক্রিকেটে ও দেখিয়েছে, ভালো গতি ও নিয়ন্ত্রিত সুইং ব্যবহার করে ও বেশ আক্রমণাত্মক বোলিং করতে পারে।’ আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টি–টোয়েন্টি সংস্করণের এবারের এশিয়া কাপের সূচি গতকাল ঘোষণা করা হয়েছে।
 
নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি, জাহিদ মেহমুদ
 
এশিয়া কাপে পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হারিস রউফ, হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, ইফতিখার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK