শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৫:২৬

এসি মিলানে যোগ দিতে যাচ্ছেন বেলজিয়ামের তরুন স্ট্রাইকার ডি কেটেলার

এসি মিলানে যোগ দিতে যাচ্ছেন বেলজিয়ামের তরুন স্ট্রাইকার ডি কেটেলার

উত্তরণবার্তা ডেস্ক : এসি মিলানের সঙ্গে চুক্তি সম্পাদনের অপেক্ষায় আছেন বেলজিয়ামের তরুন স্ট্রাইকার চার্লস ডি কেটেলার। ব্রুজেস থেকে তিনি এসি মিলানে যোগ দিচ্ছেন বলে মঙ্গলবার জানিয়েছে ইতালীয় গণমাধ্যম। বেলজিয়াম জাতীয় দলের হয়ে আটটি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়া ২১ বছর বয়সী এই স্ট্রাইকার সোমবার রাতে মিলানে পৌঁছেছেন। এ সময় বেশ কিছু সমর্থক তাকে অভ্যর্থনা জানায়। আজ সকালে তিনি ডাক্তারী পরীক্ষা করাতে যান এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নতুন চুক্তিতে স্বাক্ষর করার কথা রয়েছে। হোমটাউন এর ক্লাব ব্রুজেসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুইট করেছেন ডি কেটেলার। ৭ বছর বয়সে ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি। সোমবার বিকেলে তিনি লিখেছেন, ‘ছোটকাল থেকে আমাকে সুযোগ করে দেয়ার জন্য আমি ক্লাব ব্রুজেসকে ধন্যবাদ জানাতে চাই। তারা প্রশিক্ষন দিয়ে আমাকে পেশাদার খেলোয়াড় হিসেবে তৈরী করেছে এবং আমার স্বপ্ন পুরণে সহায়তা করেছে।’

বোনাস সহ ৩৫ মিলিয়ন ইউরোতে ডি কেটেলার এসি মিলানে চুক্তিবদ্ধ হচ্ছেন বলে গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে। এই নিয়ে চলতি গ্রীষ্মে তৃতীয় খেলোয়াড় হিসেবে এসি মিলানে যোগ দিলেন ডি কেটেলার। এর আগে লিভারপুল থেকে যোগ দিয়েছেন বেলজিয়ামের আরেক স্ট্রাইকার ডিভোক অরিগি এবং বর্দু থেকে ফরাসি মিডফিল্ডার ইয়াসিন আদলি। আগামী ১৩ আগস্ট উদিনেসের বিপক্ষে হোম ম্যাচ দিয়ে সিরি-এ লিগের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK