শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৯:২২

রাঙ্গামাটিতে কৃষি উপকরণ ও সেলাই মেশিন বিতরণ

রাঙ্গামাটিতে কৃষি উপকরণ ও সেলাই মেশিন বিতরণ

উত্তরণবার্তা ডেস্ক : জেলায় আজ কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ এবং দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ এনেক্স ভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং জেলা পরিষদের ব্যবস্থাপনায় জেলার কৃষকদের মাঝে বিনামূল্যে পাওয়ার টিলার, পাওয়ার পাম্প,ফলজ ও বনজ চারা এবং দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
 
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, অংসুইছাইন চৌধুরী, বিপুল ত্রিপুরা, মোঃ আব্দুর রহিম, ঝর্ণা খীসা, সবির কুমার চাকমা প্রমুখ। এসময় কৃষকদের মাঝে ফলজ,বনজ প্রজাতির ১২ হাজার গাছের চারা, ১৮ টি পাওয়ার টিলার, ৪৫ টি পাম্প মেশিন, দুস্থ মহিলাদের মাঝে ৯০ টি সেলাই মেশিন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১লক্ষ ৪০ হাজার টাকা  ও কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই পরিবারের  মাঝে ৩লক্ষ টাকা করে নগদ ৬লক্ষ টাকা  অর্থ সহায়তা প্রদান করা হয়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK