শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০২:৩৩

শ্রীলংকায় সুদের হার বৃদ্ধি : আরো বিপদের সতর্কতা

শ্রীলংকায় সুদের হার বৃদ্ধি : আরো বিপদের সতর্কতা

উত্তরণবার্তা ডেস্ক : নগদ অর্থ সংকটে থাকা শ্রীলংকায় সুদের হার এক পয়েন্ট বাড়ানো হয়েছে। গত তিন মাসে দ্বিতীয় দফায় সুদের হার বাড়ানো হলো।এদিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ৮০ শতাংশ মুদ্রাস্ফীতি এবং বেদনাদায়ক মন্দার বিষয়ে সতর্ক করেছে।
শ্রীলংকার ‘দ্য সেন্ট্রাল ব্যাংক’ আমানতের পরিমাণ এবং সুদের হার ১৪.৫ শতাংশ থেকে ১৫.৫ শতাংশ বাড়িয়েছে। দেশটিতে গত মাসে মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল ৫৪.৬ শতাংশ।
 
শ্রীলংকায় খাদ্য ও জ্বালানি সংকটের পাশাপাশি দীর্ঘ বিদ্যুৎ ঘাটতি চলছে। এ অবস্থায় অব্যাহত রয়েছে সরকার বিরোধী বিক্ষোভ এবং তারা প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসের পদত্যাগ দাবি করছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংক চলতি বছর অর্থনীতি মন্দায় রূপ নিতে পারে বলে সতর্ক করেছে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পার্লামেন্টে বলেছেন, অর্থনীতি সর্বোচ্চ ৭ দশমিক শূন্য শতাংশ সংকুচিত হতে পারে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ

৬ জুন বাজেট ঘোষণা

 ০৯ মে, ২০২৪