শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
ঢাকা সময়: ০৬:১৭
ব্রেকিং নিউজ

পদ্মা সেতুর উদ্বোধন : প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে প্রতিনিধি দল

পদ্মা সেতুর উদ্বোধন : প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে প্রতিনিধি দল

উত্তরণবার্তা প্রতিবেদক : আগামী ২৫ জুন সকাল ১০ টায় পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট পরিদর্শন করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল।
 
আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় প্রতিনিধি দলটি স্পীডবোট যোগে এসে বাংলাবাজার ঘাটের বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এ্যাডভোকেট আফজাল হোসেন, এসএম কামাল হোসেন, মাদারীপুর জেলা পরিষদ প্রশাসক মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুরের পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেল প্রমুখ। এসময় এসএসএফ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ একাধিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, পদ্মা সেতু আমাদের অঞ্চলের অর্থনৈতিক মুক্তির সেতু। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক মুক্তি ঘটবে। এর ফলে দু’টি নৌ বন্দর মংলা ও পায়রা বন্দর এবং স্থলবন্দর বেনাপোলে এর মাধ্যমে অর্থনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হবে। পদ্মা সেতুর যোগাযোগ ব্যবস্থার সাথে রেললাইনও যুক্ত হবে। ফলে চিন্তাই করা যাবে না কি ধরনের অর্থনৈতিক তৎপরতা বাড়বে। পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু এর জনসভাও হবে ঐতিহাসিক।
 
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণে পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে। পদ্মার পাড়ে আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো লাখো মানুষের অংশগ্রহণে জনসভা এক বিশাল জনসমুদ্রে পরিণত হবে। উৎসবের এই সভায় জাতির উদ্দেশ্যে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে উন্নয়ন অগ্রগতির মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। এই উদ্বোধন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
 
এই ঐতিহাসিক জনসভায় ১০ লক্ষাধিক মানুষ স্বতঃস্ফুর্তভাবে যাতে অংশ নিতে পারে সেভাবে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জনসভার পর ফানুস উড়ানো থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জমকালো অনুষ্ঠানসূচী আয়োজন করা হবে। এর সার্বিক দায়িত্ব স্থানীয় সংসদ সদস্য আমাদের নেতা চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর। সহযোগিতা করবেন মীর্জা আজম এমপি। আফম বাহাউদ্দিন নাসিম এক প্রশ্নের উত্তরে বলেন, বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে আমাদের কোন সমস্যা নেই।
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ