মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২২:৫১
ব্রেকিং নিউজ

পাটুরিয়া ঘাট ফাঁকা

পাটুরিয়া ঘাট ফাঁকা

উত্তরণবার্তা প্রতিবেদক : ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ নেই পাটুরিয়ায়। ২ মে সোমবার সকাল থেকেই অনেকটা নীরব পাটুরিয়া ঘাট। চাপ কম থাকায় কয়েকটি ফেরি পন্টুনে নোঙ্গর করে রাখা হয়েছে। সরেজমিনে ঘাট এলাকা ঘুরে দেখা যায়, পাটুরিয়ার দুটি ট্রাক টার্মিনালই একেবারে ফাঁকা। ঘাটে আগত যানবাহনগুলো সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। পাটুরিয়ার ৩ নাম্বার ঘাট এলাকার টিকেট কালেক্টর আব্দুর রশিদ বলেন, ‘সকাল থেকে যাত্রী নেই। ভোর থেকে মাত্র ৪০টি টিকিট বিক্রি করেছি।’রাজবাড়ীগামী যাত্রী ইদ্রিস আলী বলেন, ‘সাভারে একটি বেকারির দোকানে কাজ করি। ছুটি পেয়ে ঈদ করতে বাড়িতে যাচ্ছি। মহাসড়কেও যানবাহনের  চাপ নেই। আর পাটুরিয়া ঘাটে তো লোকই নেই। আরামে ফেরিতে উঠে যাচ্ছি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া ঘাট দিয়ে ৮১০টি বাস, ৬৩২টি ট্রাক, প্রায় ৩ হাজার ছোট গাড়ি ও ২৫০০ মোটরসাইকেল পার হয়েছে।’ তিনি আরো বলেন, ‘গত কয়েকদিন চাপ থাকলেও আজ সকাল থেকে তেমন চাপ নেই। ঘাটে যাত্রী ও যানবাহন কম থাকায় ৪টি ফেরি বসিয়ে রাখা হয়েছে। বাকি চলাচলরত ফেরিগুলো লোড আনলোড হতেও সময় লাগছে।’
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK