বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০১:০৯
ব্রেকিং নিউজ

ময়মনসিংহে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

ময়মনসিংহে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

উত্তরণবার্তা প্রতিবেদক : স্বাস্থ্যবিধি মেনে ময়মনসিংহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নেয়া হয়েছে সব প্রস্তুতি। জোরদার থাকবে নিরাপত্তা ব্যবস্থাও। ঈদ জামাতের মাঠ পরিস্কার পরিচ্ছন্ন করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে কাজ করছেন শ্রমিকরা। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়মনসিংহে এবার ঈদুল ফিতরের  প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে।

এছাড়াও আকুয়া মার্কাজ মসজিদে সকাল ৭টা, ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল সাড়ে ৯টা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সাড়ে ৮টায়, ভাটিকাশর জামে মসজিদে সকাল ৯টা, বলাশপুর জামে মসজিদে সকাল ৯ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলার ৭৩টি স্থানে বড় পরিসরে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় ইউনিফর্ম ও সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।  
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK