বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০১:৩২
ব্রেকিং নিউজ

জবিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জবিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

উত্তরণবার্তা  প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে ২০২০-২১ সেশনে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ, সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। ১৭ এপ্রিল রবিবার  পুরান ঢাকার লক্ষ্মীবাজারের ‘চায়না হল’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের মনের অনুভূতি ব্যক্ত করেন ও সামনের দিনগুলোতে আরও নানারকম আয়োজনের মাধ্যমে নিজের জেলার শিক্ষার্থীদের সাথে সুসম্পর্ক গড়ার আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল ইসলাম, সমাজসেবক ও 'পাওয়ার স্টেশন'র চেয়ারম্যান মো. কাব্য আহমেদ, নীলফামারী জেলা ছাত্রকল্যাণের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. আহসান হাবিব বিপ্লব, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মো. ফাহিম সরকার, খাদ্য মন্ত্রণালয়ের প্রটোকল অফিসার মো. গোলাম রব্বানী, ঢাকা ইউটিলিটি রিপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার মো. রুহুল আমীন, ঢাকা মহানগর জজ কোর্টের অ্যাডভোকেট আব্দে ওয়াহিদ আল ওয়াহিদী, অভিজাত গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোছা. নাজমুন নাহার পারভীন, অগ্রণী ব্যাংক ইসলামগঞ্জ শাখার অফিসার মো. মোয়াজ্জেম হোসেন মিঠু সরকার।

এ ছাড়াও, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোফাচ্ছেরুল ইসলাম, অ্যাডভোকেট রাকিবুল ইসলাম, রিফাত রাজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সাদেক। সাংগঠনিক সম্পাদক মো. মোর্শেদ হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি শাহীনুর ইসলাম শাহীন। এসময় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড . শহিদুল ইসলাম বলেন, একটা জেলার শিক্ষার্থীদের সবসময় একসাথে থাকতে হবে, একজনের বিপদে অন্যদের এগিয়ে যেতে হবে। তবেই সবার মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে। অনুষ্ঠানে কমিটির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মারুফসহ অন্য সদস্য, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ