বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৬:৫৯
ব্রেকিং নিউজ

মিয়ামি ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ

মিয়ামি ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ

উত্তরণবার্তা ডেস্ক : ইতিহাসে সবচেয়ে  কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মিয়ামি মাস্টার্স ওপেনের শিরোপা জয় করার কৃতিত্ব দেখিয়েছেন কার্লোস আলকারাজ। মাত্র ১৮ বছর বয়সে এই শিরোপা জয়ের মাধ্যমে স্প্যানিশ ১৪তম বাছাই আলকারাজ ক্যারিয়ারের প্রথম এটিপি মাস্টার্স শিরোপা নিজের করে নিয়েছেন। একইসাথে প্রথম স্প্যানিশ হিসেবে মিয়ামিতে শিরোপা জয় করলেন আলকারাজ। এর আগে আটবার তার সতীর্থরা ফাইনালে উঠলেও কেউই শিরোপা জয় করতে পারনেনি। এর মধ্যে রাফায়েল নাদালই পাঁচবার ব্যর্থ হয়েছে।
 
রোববার ফাইনালে আলকারাজ ৭-৫, ৬-৪ গেমের সরাসরি সেটে আট নম্বর খেলোয়াড়  নরওয়েজিয়ান কাসপার রুডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। ৩৭ বছরের টুর্নামেন্টের ইতিহাসে নোভাক জকোভিচককে পিছনে ফেলে আরকারাজ সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে নিজের নাম লিখিয়েছেন। ম্যাচ শেষে আলকারাজ বলেছেন, ‘আমার যে কেমন লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। মিয়ামিতে মাস্টার্স শিরোপা জয় করা সত্যিই বিশেষ কিছু।’
 
মাত্র এক ঘন্টা ৫২ মিনিটের লড়াইয়ে ফাইনাল জয় করেন আলকারজ। প্রথম সেটে ৪-১ গেমে পিছিয়ে থেকেও নিজেকে লড়াইয়ে ফিরিয়ে আনেন এই তরুন স্প্যানিয়ার্ড। ম্যাচ শেষে তাই কাসপারের প্রশংসা করতে ভুল করেননি। বিশেষ করে কাসপারের ফোরহ্যান্ড শটগুলো খুব বেশী ভুগিয়েছে আলকারাজকে। এনিয়ে এ বছর দ্বিতীয় এটিপি শিরোপা জয় করলেন আলকারাজ। সব মিলিয়ে ক্যারিয়ারে এটি তৃতীয় শিরোপা। এর আগে ফেব্রæয়ারিতে রিও ওপেন ও গত বছর জুলাইয়ে ক্রোয়েশিয়া ওপেনেও শিরোপা জয় করেছিলেন। 
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK