বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৩৫

জেএমবি সদস্যের ২৭ বছরের কারাদণ্ড

জেএমবি সদস্যের ২৭ বছরের কারাদণ্ড

উত্তরণবার্তা প্রতিবেদক : লালমনিরহাটের তালিম প্রধান (২৭) নামের এক জেএমবি সদস্যকে ২৭ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় তাকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেয়া হয়। এদিকে তথ্য প্রমাণ না থাকায় খালাস দেওয়া হয়েছে সবুর মিয়া নামে অপর এক আসামিকে। ২৩ মার্চ বুধবার সন্ত্রাস দমন ট্রাইবুনাল-১ ও দায়রা জজ মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন।

২০১৮ সালে লালমনিরহাটে পাটগ্রাম তালিম কম্পিউটার পয়েন্টে গোপন বৈঠকের সময় র‌্যাবের হাতে ধরা পড়েন তালিম প্রধান। এ সময় সেখান থেকে ১৮টি জিহাদী বই উদ্ধার করে র‌্যাব -১৩।  রাষ্টপক্ষের আইনজীবী আকমল হোসেন আহমেদ জানান, সন্ত্রাস বিরোধী আইনে তালিম প্রধানকে অভিযুক্ত করা  হয়। আদালত মোট ৪টি ধারায় তাকে ২৭ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা  অনাদায়ে আরো  ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন। আদালতের এ রায়ে আমারা খুশি।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ