মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৩:৩৭

নীলফামারীতে ২০৬৩ পরিবারের মধ্যে জেলা পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ

নীলফামারীতে ২০৬৩ পরিবারের মধ্যে জেলা পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলা পরিষদের চাল, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পেয়েছে ২ হাজার ৬৩ পরিবার। সোমবার বেলা ১১টায় জেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন উপস্থিত থেকে দুঃস্থ হাতে এসব সামগ্রী তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য রোকসানা পারভীন, শিউলি আক্তার, সদস্য মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী রেজাউল করিম প্রমুখ।
 
জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে ২ হাজার ৬৩ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, এক বক্স করে মাস্ক ও একটি করে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK