রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২২:৪৩

সুপারিশের ১০ নাম নিয়ে বঙ্গভবনে সার্চ কমিটি

সুপারিশের ১০ নাম নিয়ে বঙ্গভবনে সার্চ কমিটি

উত্তরণবার্তা ডেস্ক : নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের নাম সুপারিশ করতে শেষ কার্যদিবসে ১০ নাম নিয়ে বঙ্গভবনে এসেছে সার্চ কমিটি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুসন্ধান কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানসহ কমিটির অন্যান্য সদস্যরা বঙ্গভবনে পৌঁছান।
 
এখন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে দেখা করে চূড়ান্ত ১০ নামের তালিকা ও বৃত্তান্ত হস্তান্তর করবেন সভাপতিসহ কমিটির সদস্যরা। সেখান থেকেই প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ দিবেন রাষ্ট্রপতি। গত মঙ্গলবার নিজেদের শেষ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার মিলিয়ে ৫টি পদের বিপরীতে ১০টি নাম চূড়ান্ত করেছে অনুসন্ধান কমিটি। এই ১০ নাম প্রকাশ না করলেও কমিটি সূত্রে জানা গেছে, একজন সংখ্যালঘু সম্প্রদায় ও একজন নারী প্রতিনিধির নাম রয়েছে এর মধ্যে।
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ