মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৯:১৫
ব্রেকিং নিউজ

‘মাস্ক আমার সুরক্ষা সবার’ ক্যাম্পেইন শুরু

‘মাস্ক আমার সুরক্ষা সবার’ ক্যাম্পেইন শুরু

উত্তরণবার্তা  প্রতিবেদক  : দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে মানুষকে মাস্ক ব্যবহারে সচেতনত করতে  ‘মাস্ক আমার সুরক্ষা সবার’ ক্যাম্পেইন শুরু করেছে ঢাকা উত্তর সিটি কপোরেশন। আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজার ডিএনসিসির আঞ্চল ৫ এর সামনে  ১০ দিনের এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।পরে কারওয়ান বাজার এলাকার বিভিন্ন ব্যবসায়ী এবং ক্রেতাদের মাঝে  মাস্ক বিতরণসহ মাস্ক পড়িয়ে দেন মেয়র আতিকুল।এসময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে জীবন ও জীবিকার ভারসাম্য বজায় রেখে অর্থনীতির চাকা সচল রাখতে টিকা গ্রহণের পাশাপাশি সঠিকভাবে মাস্ক পরিধানের কোন বিকল্প নেই।
 
তিনি আরো বলেন, আমরা এখন হোটেল, রেস্তোরা, বাজার সবখানে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচার-প্রচারণা চালাবো। পরবর্তীতে স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা করা হবে। ডিএনসিসির হেল্পলাইন সেবার মাধ্যমে বিভিন্ন জরুরি সেবার পাশাপাশি উত্তর সিটি কপোরেশনের ৫৪টি ওয়ার্ডে এই ক্যাম্পেইন চলমান থাকবে বলেও জানান মেয়র।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK