শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১১:১৫
ব্রেকিং নিউজ

প্রতিক্রিয়াশীলদের মোকাবিলা করার ক্ষমতা আওয়ামী লীগের রয়েছে : পরিকল্পনামন্ত্রী

প্রতিক্রিয়াশীলদের মোকাবিলা করার ক্ষমতা  আওয়ামী লীগের রয়েছে  :  পরিকল্পনামন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক  : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রতিক্রিয়াশীলদের মোকাবিলা করার ক্ষমতা  আওয়ামী লীগের রয়েছে। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় একটি অনুষ্ঠানে যোগদান শেষে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এ  কথা বলেন। পরিকল্পনা মন্ত্রী বলেন,‘প্রতিক্রিয়াশীলরা বাংলাদেশকে নিজের দেশ মনে করে না। তারা সব সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু হলে আঙ্গুল তোলে। তাদের ধারণা বাংলাদেশ থেকে অন্যদেশ আরো উত্তম। কেউ কেউ অন্যদেশকে স্বর্গ মনে করে। এসময় মন্ত্রী একথাও বলেন, প্রতক্রিয়াশীল ছাড়াও আধা প্রতিক্রিয়াশীল সুবিধাবাদী কিছু চক্র আছে, যারা নানাভাবে ঘোলাটে পরিবেশে তৈরী করে মাছ শিকার করতে চায়। মানে যেকোন কিছুর বিনিময়ে তারা ক্ষমতায় যাওয়ার পথ খুঁজেন। তবে আমি উন্নয়নে বিশ্বাসী, উন্নয়ন আমার শখ ও অভিলাষ।’

এম এ মান্নান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উদ্ভূত পরিস্থিতি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের সন্তান, আমরা তাদেরকে ছেড়ে যেতে পারি না। আমরা তাদের মঙ্গল চাই। সুতরাং শাবি'র বিষয়ে মুখোমুখি না হয়ে আলোচনা করে সমাধান করা উচিত। যে ঘটনা ঘটেছে তার জন্য আমি খুবই দুঃখিত।’ তিনি জানান, এ ঘটনায সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি আওয়ামী লীগের সাংগঠনিক সস্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে আলোচনার জন্য পাঠিয়েছেন। এছাড়াও দল থেকে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক খোঁজখবর নিচ্ছেন। এই আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও এ বিষয়টি সমাধানে খুবই আন্তরিক ।

এম এ মান্নান শবিপ্রবি’র ঘটনায় সবার সাথে আলোচনা করে যুক্তিসম্মত সমাধানের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের বয়স খুবই কম। তাই তাদের মধ্যে একটু উত্তেজনা থাকতেই পারে। তিনি পুরো বিষয়টি ধৈর্য্যের সঙ্গে মোকাবিলা করার আহবান জানান। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK