রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৪:১০
ব্রেকিং নিউজ

সৌদিতে হুথি জঙ্গিদের ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

সৌদিতে হুথি জঙ্গিদের ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

উত্তরণবার্তা ডেস্ক : সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হুথি জঙ্গিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। হুথি জঙ্গিরা সোমবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলে বিস্ফোরক বোঝাই ৮ টি ড্রোন হামলা চালিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আজ বলা হয়েছে, ‘বাংলাদেশ এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, কান্ডঞ্জানহীন ও  বর্বরোচিত এসব হামলা আন্তর্জাতিক আইন ও সভ্যতার চরম লংঘন।’
 
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মনে করে সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক লোক ও স্থাপনার ওপর বর্বরোচিত জঙ্গি হামলা সম্পূর্ণ বেআইনি। বিবৃতিতে আরো বলা হয়, হুথি জঙ্গিদের তীব্র হামলা ও আগ্রাসী মনোভাব এই অঞ্চলে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়বে। পররাষ্ট্র মন্ত্রনালয় জানায়, বাংলাদেশ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের উদ্যেগ নিতে দৃঢ প্রতিঞ্জ।
উত্তরণবার্তা/এসএ
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ