শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৭:৩৮
ব্রেকিং নিউজ

রাঙ্গামাটির উলুছড়া গ্রামে স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্বোধন

রাঙ্গামাটির উলুছড়া গ্রামে স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্বোধন

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার উলুছড়া গ্রামে  রাঙ্গামাটি স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্বোধন করা হয়েছে।সোমবার বেলা সাড়ে ১১টায় রাঙ্গামাটি শহরের  ভেদভেদি উলুছড়া এলাকায় স্টিম  স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

রাঙ্গামাটি স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাস্তবায়ন কমিটির সভাপতি মুরতিসেন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ চিত্তরঞ্জন চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি মহাথের , রাঙ্গামাটি  সহকারী আনসার কমান্ডার মোঃ আব্দুল মোস্তকিন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য শান্তি চুক্তির পর বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সস্প্রদায়ের মাঝে শিক্ষার আলো পৌছে দিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পাহাড়ে উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি দুর্গম এলাকাগুলোতে এখন অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যার মাধ্যমে এখানকার মানুষ সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK