মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০১:১৪

২০২২ টি-২০ বিশ্বকাপের জন্য চূড়ান্ত অস্ট্রেলিয়ার ৭ শহর

২০২২ টি-২০ বিশ্বকাপের জন্য চূড়ান্ত অস্ট্রেলিয়ার ৭ শহর

উত্তরণবার্তা ডেস্ক : চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই পরের বিশ্বকাপের রোডম্যাপ তৈরি হয়ে গেল। আর ১১ মাস পরেই শুরু হতে যাচ্ছে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে। ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের দিনক্ষণও।
 
অস্ট্রেলিয়ায় ৭ শহরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময়ের মধ্যে ৭ শহরে মোট ৪৫টা ম্যাচ আয়োজিত হবে। ১৬ অক্টোবর থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল ১৩ নভেম্বর। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, ব্রিসবেন, গিলং, হোবার্ট, পার্থ, সিডনি আর মেলবোর্নে হবে খেলাগুলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে মেলবোর্নে।
 
২০২২ সালে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গী হবে  আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা। কোয়ালিফাইং রাউন্ড খেলতে হবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, নামিবিয়াকে। এই চার দেশ এবার সুপার টুয়েলভে খেলেছিল। কিন্তু পরের বছর তাদের কোয়ালিফাইং রাউন্ডে খেলেই সুপার টুয়েলভে যোগ্যতা অর্জন করতে হবে।
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK