শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৫:৫৯

অস্ট্রিয়ায় টিকা না নেয়া ব্যক্তিরা লকডাউনে

অস্ট্রিয়ায় টিকা না নেয়া ব্যক্তিরা লকডাউনে

উত্তরণবার্তা ডেস্ক : অস্ট্রিয়ায় করোনার টিকার পূর্ণ ডোজ না নেয়া প্রায় ২০ লাখ মানুষকে লকডাউনে রাখা হয়েছে। দেশটিতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। অস্ট্রিয়ার চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গ বলেন, 'আমরা এই পদক্ষেপকে হালকাভাবে নিচ্ছি না, তবে দুর্ভাগ্যজনকভাবে এটা প্রয়োজনীয়।'

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, টিকা না নেওয়া ব্যক্তিরা কাজকর্ম বা খাবার কেনার মতো খুব সীমিত কিছু কারণে ঘরের বাইরে যাওয়ার অনুমতি পাবে। অস্ট্রিয়ার স্বাস্থ্যবিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশটির ৬৫ শতাংশ মানুষ টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছে, যে হার পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে কম।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ