শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৪:৪৩

হুয়াওয়ে জেডটিইকে লাইসেন্স দেবেন না বাইডেন

হুয়াওয়ে জেডটিইকে লাইসেন্স দেবেন না বাইডেন

উত্তরণবার্তা ডেস্ক  : নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত কম্পানিগুলোকে নতুন টেলিকম ইকুইপমেন্ট লাইসেন্স দেয়া হবে না। এমনই এক আইনে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ‘সিকিউর ইকুইপমেন্ট অ্যাক্ট’ নামের এই আইনে বলা হয়েছে, এ ধরনের কম্পানিগুলোর আবেদন ‘ফেডারেল কমিউনিকেশনস কমিশন’ (এফসিসি) আর পর্যালোচনা করবে না। এর মানে হলো—যুক্তরাষ্ট্রের টেলিকম নেটওয়ার্কগুলোতে হুয়াওয়ে, জেডটিইসহ আরো তিনটি চীনা কম্পানির সরঞ্জামাদি ব্যবহার করা যাবে না। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা বিলটি অনুমোদন করেছেন। আইনটি পাসের জন্য ২৮ অক্টোবর মার্কিন সিনেটে ভোট হয়। পক্ষে পরে ৪২০টি ভোট আর বিপক্ষে পরে চার ভোট।

এফসিসি কমিশনার ব্রেন্ডন কার বলেছেন, ‘হুয়াওয়ে ও জেডটিই-এর মতো কম্পানির নিরাপত্তাহীন যন্ত্রপাতি যুক্তরাষ্ট্রের যোগাযোগ নেটওয়ার্কে ব্যবহার রোধে কাজ করবে এই আইন।’ তবে এ আইনের সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘যুক্তরাষ্ট্র কোনো প্রমাণ ছাড়াই চীনা কম্পানিগুলোকে দমন করার জন্য এখনো জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করছে।’
সূত্র : বিবিসি
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ