শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৫:৩০

বুরকিনা ফাসোতে হামলায় নিহত ৭ আহত ৫

বুরকিনা ফাসোতে হামলায় নিহত ৭  আহত ৫

উত্তরণবার্তা  ডেস্ক : বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলে শুক্রবার বন্দুকধারীদের অতর্কিত হামলায় সাত পুলিশ কর্মকর্তা নিহত এবং অপর পাঁচজন আহত হয়েছেন। রাজধানী উয়াগাদৌগৌতে পুলিশ একথা জানায়। খবর এএফপি’র। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার সকালে ডোরি অঞ্চলের রিপাবলিক নিরাপত্তা কোম্পানির কর্মকর্তাদের একটি স্কোয়াড লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ সময় তারা সেনো প্রদেশের ডোরি- ইসাকান সড়কের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছিল।

পুলিশ জানায়, ‘দুর্ভাগ্যবশত: সাত পুলিশ কর্মকর্তা এ হামলায় নিহত হয়েছেন। এতে অপর পাঁচজন আহত হন। তাদেরকে ডোরি আঞ্চলিক হাসপাতাল কেন্দ্রে নেয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।’ সূত্রটি আরো জানায়, হামলাকারীদের গ্রেফতারে বুরকিনা ফাসোর প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী ওই এলাকায় ব্যাপক অভিযান চালাচ্ছে। ২০১৫ সালের পর বুরকিনা ফাসোর নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। দেশটিতে বিভিন্ন সন্ত্রাসী হামলায় এক হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে এবং ১০ লাখেরও বেশি মানুষ গ্রহহীন হয়ে পড়েছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ