সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০২:৫০
ব্রেকিং নিউজ

নাইজারে বন্দুক হামলা মেয়রসহ নিহত ৬৯

নাইজারে বন্দুক হামলা  মেয়রসহ নিহত ৬৯

উত্তরণবার্তা  ডেস্ক  : নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে সেখানকার মেয়রসহ অন্তত ৬৯ জন নিহত হয়েছে। জানা গেছে, হামলার ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিমে মালির সীমান্তের কাছে। এরই মধ্যে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে নাইজার প্রশাসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, নিহতদের মধ্যে স্থানীয় একজন মেয়র রয়েছেন। নৃশংস হত্যাকাণ্ডের দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। মালির সীমান্ত ঘেঁষা পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলে বানিবাঙ্গোউ শহরের মেয়রের নেতৃত্বে ভ্রমণ করছিলেন অনেকে। সেখানে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। হামলাকারীদের আটকের ব্যাপারে তৎপর রয়েছে নিরাপত্তা বাহিনী।
সূত্র: বিবিসি।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK