সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৫:২১
ব্রেকিং নিউজ

বিশ্বে প্রথমবার করোনা চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ অনুমোদন যুক্তরাজ্যে

বিশ্বে প্রথমবার করোনা চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ অনুমোদন যুক্তরাজ্যে

উত্তরণবার্তা ডেস্ক : বিশ্বে প্রথমবারের মতো যুক্তরাজ্যে অনুমোদন পেয়েছে করোনা চিকিৎসার মুখে খাওয়ার ওষুধ। ৪ নভেম্বর বৃহস্পতিবার এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। মলনুপিরাভির নামের এই ট্যাবলেটটি দুর্বল রোগীদের দিনে দুবার দেয়া হবে। প্রতিবেদনে বলা হয়, পরীক্ষায় দেখা গেছে, এই ট্যাবলেট সেবনের ফলে করোনা রোগীদের মৃত্যুঝুঁকি অর্ধেক কমে যায়। দেশটির স্বাস্থ্য সচিব সাজিদ জাভেদ এই ট্যাবলেটকে গেম চেঞ্জার হিসেবে অভিহিত করেছেন।

ব্রিটেনে ল্যাগেভরিও নামে এই ওষুধটি বাজারে আসতে পারে। করোনায় আক্রান্ত হওয়ার প্রথম দিকে ওষুধটি দেওয়া হলে সেটি ঝুঁকিতে থাকা রোগীদের মৃত্যু বা হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা অর্ধেকে নামিয়ে আনতে পারে। মুখে খাওয়ার এই ওষুধ করোনাভাইরাসের বংশবিস্তার অকার্যকর করতে সক্ষম বলে দাবি করেছে প্রস্তুতকারী মের্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকস।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK