রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৫:০২
ব্রেকিং নিউজ

কমেছে শাক সবজি ও মুরগির দাম

কমেছে শাক সবজি ও মুরগির দাম

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজধানীর কাঁচাবাজারগুলোতে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দাম।  ব্যবসায়ীরা বলছেন, বাজারে শীতের সবজি আসায় মাত্র দুই তিনদিনের ব্যবধানে দাম অনেক কমেছে। পাশাপাশি পেঁয়াজ, রসুনসহ মুরগির দামও কমেছে। ২৯ অক্টোবর শুক্রবার রাজধানীর মিরপুর ১ নম্বর কাঁচাবাজার, আগারগাওয়ের বিএনপি বাজার, জিগাতলা কাঁচাবাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, সবজিতে ১০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত দাম কমেছে। মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে সিম বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিলো ১২০ টাকা। বেগুন ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, ফুলকপি প্রতি পিস ১০ টাকা কমে ৩০ টাকা, করলা ৫০ টাকা,  টমেটো ২০ টাকা কমে ১০০ টাকা, বরবটি ১০ টাকা কমে ৭০ টাকা, গাজর প্রতি কেজি ১১০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, কচুর লতি ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা ও মুলা ৫০ টাকা। কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২০ টাকা কমে ১২০ টাকায়। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা, পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৬০ টাকা, লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫ টাকায়।

এছাড়া আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি। দেশি পেঁয়াজ কেজি ৬০ টাকা, যা গতসপ্তাহে ছিলো ৭০ টাকা। ইন্ডিয়ান ও মায়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। রসুনের কেজি ৮০ থেকে ১৩০ টাকা, দেশি আদা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। চায়না আদার কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকা। এসব বাজারে ভোজ্যতেলের প্রতি লিটার খুচরা বিক্রি হচ্ছে ১৬০ টাকা। এছাড়াও বাজারে বিভিন্ন ব্র্যান্ডের তেলের লিটার বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। বাজারে অপরিবর্তিত আছে ডিমের দাম। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। আর হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬৫ টাকা।

বাজারে কমেছে মুরগির দামও। ব্রয়লার মুরগির কেজিতে ৩০ কমে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১৯০ টাকা। গত সপ্তাহের থেকে ২০ টাকা দাম বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে কেজি ৩০০ থেকে ৩১৯ টাকা। লেয়ার মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে- কেজি ২৩০ টাকা। মিরপুর ১ নম্বর বাজারের সবজি বিক্রেতা বাবুল হোসেন বলেন, বাজারে সবজির আমদানি বেশি রয়েছে যার কারণে গত কয়েকদিনের তুলনায় আজ শাক সবজির দাম অনেক কমেছে। তবে প্রতিদিনই এই দাম বাড়ে আবার কমে। তাই আগামীকাল কেমন দাম হবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ