শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৫:২৩
ব্রেকিং নিউজ

মেক্সিকোতে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলিতে নিহত ৪

মেক্সিকোতে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলিতে নিহত ৪

উত্তরণবার্তা  ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর উত্তর সীমান্তের মাতামোরস শহরের একটি চেকপোস্টে পুলিশের সাথে সন্ত্রাসীদের পাল্টাপাল্টি সংঘর্ষে এক পথচারীসহ চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ২৩ অক্টোবর শনিবার দেশটির কর্মকর্তারা এই তথ্য জানান বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।সন্ত্রাসীরা এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়। একটা পর্যায়ে নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। সন্ত্রাসীরা গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। একপর্যায়ে পুলিশের গুলিতে ৩ সন্ত্রাসী নিহত হন। নিহত সন্ত্রাসীরা গালফ কার্টেল নামক শক্তিশালী একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। নিহত অন্যজন একজন পথচারী।

গত এক সপ্তাহের মধ্যে মেক্সিকোর মাতামরস শহরে এটি নিয়ে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা ঘটল। মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশের কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে সীমান্তবর্তী মাতামরস শহরে সামরিক ও পুলিশ বাহিনীর সদস্যরা একটি রাস্তায় টহল দেয়ার সময় সন্দেহজনক কয়েকটি গাড়িকে গতিরোধের চেষ্টা করেন। এসময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের দিকে গুলিবর্ষণ করে। পরে প্রাণহানির এই ঘটনা ঘটে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ