শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০০:০২
ব্রেকিং নিউজ

আফগানিস্তানকে ১২০ কোটি ইউরো মানবিক সহায়তা ইইউ-এর

আফগানিস্তানকে ১২০ কোটি ইউরো মানবিক সহায়তা ইইউ-এর

উত্তরণবার্তা ডেস্ক : তালেবান শাসনে প্রবল আর্থিক সঙ্কটে পড়া আফগানিস্তানের পাশে দাঁড়ালো ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আফগানবাসীর জন্য ১২০ কোটি ইউরো (প্রায় ১০,৪৫৩ কোটি টাকা) অর্থসাহায্য ঘোষণা করে হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ১২ অক্টোবর মঙ্গলবার এই ঘোষণা করেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, আফগানিস্তানকে মানবিক এবং আর্থ-সামাজিক বিপর্যয় থেকে বাঁচাতেই এই পদক্ষেপ। এই ১২০ কোটি ইউরোর মধ্যে ২৫ কোটি (প্রায় ২,১৭৭ কোটি টাকা) দেওয়া হবে আফগানিস্তানের কয়েকটি প্রতিবেশী দেশকে, যারা ঘরছাড়া আফগানদের আশ্রয় দিয়েছে।


তালেবানের ক্ষমতা দখলের পরে আন্তর্জাতিক অনুদান কার্যত বন্ধ হয়ে যায় আফগানিস্তানে। তার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়ে গরিব এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপর। চলতি বছরের গোড়ায় জাতিসংঘের পক্ষ থেকে প্রকাশিত একটি পরিসংখ্যানে উঠে আসে জানিয়েছিল, আফগানিস্তানের প্রায় অর্ধেক জনসংখ্যা আন্তর্জাতিক অর্থসাহায্যের উপরে নির্ভরশীল। সংখ্যার হিসেবে প্রায় ২ লক্ষ।
উত্তরণবার্তা/এআর
 


 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ