সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২০:৫৫
ব্রেকিং নিউজ

মানব প্রাচীরের নিচে মেসিকে শুতে দেওয়াটা অসম্মানজনক: ম্যানইউ কিংবদন্তি

মানব প্রাচীরের নিচে মেসিকে শুতে দেওয়াটা অসম্মানজনক: ম্যানইউ কিংবদন্তি

উত্তরণবার্তা ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানসিটির বিপক্ষে লিওনেল মেসি ও ইদ্রিসা গানা গুইয়ের গোলে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সেই ম্যাচের যোগ করা সময়ে পিএসজির ডি-বক্সের পাশেই ফ্রি-কিক পায় ম্যানসিটি। এসময় সিটিজেনদের বিপক্ষে পিএসজির মানবদেয়ালের নিচে শুয়ে পড়েন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
 
দলের লিড ধরে রাখতে ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে মানবদেয়ালের নিচে এভাবে শুয়ে পড়াটা কিছুতেই মানতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রিও ফার্ডিনান্ড। মেসির মতো ফুটবলারের জন্য এই বিষয়টি অত্যন্ত সম্মান হানিকর বলে দাবি করছেন ইংল্যান্ডের হয়ে ৮১ ম্যাচ খেলা ফার্ডিনান্ড।
 
ম্যানচেস্টার সিটি ও পিএসজির ম্যাচ চলাকালীন সময়ে বিটি স্পোর্টসের লাইভ অনুষ্ঠানে ইউনাইটেড কিংবদন্তি বলেন, ‘ট্রেনিংয়ে যখন পচিত্তিনো এই বিষয়ে কথা বলেছিলেন, তখন পিএসজির যে কাউকে বলা উচিত ছিল- না না না। এটা মেসির সাথে হতে পারে না। এটি মেসির জন্য সম্মান হানিকর।’
 
ফার্ডিনান্ড আরো বলেন, ‘যদি আমি সেই দলে থাকতাম, আমি বলতাম, শুনুন, আপনার জন্য আমি শুয়ে থাকবো। দুঃখিত, আমি তাকে (মেসিকে) এভাবে শুইয়ে রাখতে পারব না। সে তার জার্সি নোংরা করতে পারে না!  এটা মেসির কাজ নয়।’ সূত্র: ডেইলি মেইল ইউকে
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK