শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২২:০৮
ব্রেকিং নিউজ

প্রাথমিক দলে কিংসলেকে রেখে সাফের দল ঘোষণা

প্রাথমিক দলে কিংসলেকে রেখে সাফের দল ঘোষণা

উত্তরণবার্তা ডেস্ক : সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাফুফে ভবনে অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুজন সাফের জন্য ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেন। জাতীয় দলের প্রাথমিক তালিকায় আছে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলির নাম। 
 
২০১১ সালে আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবল শুরু করেন কিংসলে। এই দেশেরই মেয়েকে বিয়ে করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার। গত মার্চে পেয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব সনদ। জুনে হাতে পান ১০ বছর মেয়াদি বাংলাদেশি ই-পাসপোর্ট। তাতে করে বসুন্ধরা কিংসের এই তারকা এখন বাংলাদেশি হিসেবে জাতীয় দলে জায়গা পেলেন।
 
কিন্তু নাইজেরিয়ান এই স্ট্রাইকার বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত না। শেষবার এএফসি কাপে বসুন্ধরার জার্সিতে বাংলাদেশি হিসেবে খেলতে পারেননি কিংসলে। অবশ্য জাতীয় দলের জার্সি পরতে ফিফার কাছে তার পক্ষে আবেদন করা হয়েছে, যার জবাব এখনও পাওয়া যায়নি।
 
আগামী ১ অক্টোবর শুরু হয়ে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে সাফের ১৩তম আসর। এর আগেই  প্রধান কোচকে বরখাস্ত করে বাফুফে। প্রথম দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ৪ অক্টোবর ভারতের বিপক্ষে লড়বে লাল সবুজের দল। ৭ অক্টোবর স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আর ১৩ অক্টোবর লিগ পর্বের শেষ ম্যাচে লড়বে নেপালের বিপক্ষে। 
 
বাংলাদেশের ২৬ জনের স্কোয়াড-
গোলকিপার: শহিদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো 
 
ডিফেন্ডার: রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, রেজাউল করিম, তারিক কাজী, আতিকুজ্জামান ও মেহেদী হাসান 
 
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, আতিকুর রহমান ফাহাদ, মাসুক মিয়া জনি, সাদ উদ্দিন, জুয়েল রানা, রাকিব হোসেন ও মানিক মোল্লা 
 
ফরোয়ার্ড: মতিন মিয়া, বিপলু আহমেদ, ইব্রাহিম, সুফিল, কিংসলে ও সুমন রেজা।
উত্তরণবার্তা/সাব্বির
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK