শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৩:১৬
ব্রেকিং নিউজ

ইবিতে ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকার নিবন্ধনের নির্দেশ

ইবিতে ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকার নিবন্ধনের নির্দেশ

উত্তরনবার্তা প্রতিবেদক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা কর্মচারীদেরকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে করোনা টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা গ্রহণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ১৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. আতাউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, যে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তাদেরকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রদত্ত ওয়েব লিংকে জন্ম নিবন্ধন সনদ দিয়ে টিকার রেজিস্ট্রেশন/নিবন্ধন সম্পন্ন করতে হবে। জাতীয় পরিচয়পত্রধারী যেসব শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা কর্মচারী এখনও টিকার নিবন্ধন করেননি তাদেরকেও একই সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে সরাসরি সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা গ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ