শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৭:০২
ব্রেকিং নিউজ

গাবতলী বেড়ীবাঁধ এলাকায় উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

গাবতলী বেড়ীবাঁধ এলাকায় উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজধানীর গাবতলী বেড়ীবাঁধ সংলগ্ন  ঢাকা উত্তর সিটি করপোরেশনের এ্যাসফ্লড প্লান্টের জায়গা উদ্ধার এবং অবৈধ দখল উচ্ছেদ চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কপোরেশন। সোমবার দুপুরে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এর নেতৃত্বে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এসময় সিটি কপোরেশনের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ ট্রাকস্টেন এবং কয়েকটি গাড়ি মেরামত কারখানা উচ্ছেদ করা হয়। 
 
এসময় ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, গত ৩০ বছর ধরে গাবতলী বেড়িবাঁধ এলাকায় সিটি কপোরেশনের প্রায় ৫২ একর জায়গা দখলে রাখে বিভিন্ন প্রভাবশালী মহল। এর মধ্যে আজ সাড়ে ছয় একর জায়গা দখলমুক্ত করা হবে বলে জানায় তিনি। এসময় যে কোন মূল্যে গাবতলীতে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির দখলে থাকা ডিএনসিসির মালিকানাধীন অবশিষ্ট জমি উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনার কথা জানান মেয়র আতিকুল ইসলাম।
উত্তরণবার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK