বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৪:১১
ব্রেকিং নিউজ

রাজধানীতে ৯৭ জনকে জরিমানা

রাজধানীতে ৯৭ জনকে জরিমানা

উত্তরণবার্তা প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারা দেশে ঈদ পরবর্তী কঠোর লকডাউনের (বিধিনিষেধ) দ্বিতীয় দিন চলছে। এদিন বিধিনিষেধ লঙ্ঘন করায় ডিএমপি অধ্যাদেশ আইনে ৯৭ জনকে বিভিন্ন পরিমাণ টাকা জরিমানা করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আজ শনিবার ঢাকার চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জরিমানা করেন। জরিমানা টাকা দেয়ার পর হাজতখানা থেকে তাদের ছেড়ে দেয়া হয়।
 
আদালতের হাজতখানার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৯৭ জনকে আদালতে আনা হয়। তাদের প্রত্যেককে ডিএমটি অধ্যাদেশ আইনে বিভিন্ন পরিমাণ টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে অধিকাংশকেই ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK