মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৩:২৯

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ভারত

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ভারত

উত্তরণবার্তা ডেস্ক : দ্বিতীয় সারির দল নিয়ে কলম্বোয় ১৮ জুলাই রবিবার  প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ভারত। ১৩.২ ওভার হাতে রেখে জিতেছে ৭ উইকেটে। এই ম্যাচ দেখে পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজার মনে হয়েছে, খেলা হচ্ছে ইউনিভার্সিটি বনাম স্কুল দলের মধ্যে। দুই দলের প্রথম ম্যাচ শেষে ইউটিউব চ্যানেলে নিজের মতামত প্রকাশ করেন রমিজ। তিনি বলেন, ‘ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ দেখে মনে হয়েছে ইউনিভার্সিটি বনাম স্কুল দলের মধ্যে খেলা হচ্ছে। দক্ষতা, প্রয়োগ, প্রতিভা ও খেলার বোঝার সামর্থ্যে ছিল বিরাট তফাত। শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য এই পরিস্থিতি খুব চ্যালেঞ্জিং কারণ তারা ঘরে খেলছে। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ফ্ল্যাট পিচ প্রস্তুত করেছিল এবং তারপরও গড়পড়তা স্কোরে শেষ করলো।’

স্বাগতিক দলের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা অবদান না রাখলে প্রথম ম্যাচ লো স্কোরিংয়ের হতো মনে করছেন রমিজ। ভারতীয় স্পিনারদের বিপক্ষে লঙ্কান ব্যাটসম্যানদের পারফরম্যান্স দেখে হতবাক তিনি। কারণ তার মতে, স্পিন বোলিং যেন দারুণভাবে সামাল দিতে পারে সেভাবেই শ্রীলঙ্কা তাদের ব্যাটসম্যানদের তৈরি করে। রমিজ বললেন, ‘স্পিনের বিপক্ষে শ্রীলঙ্কা যেভাবে খেললো দেখে মনে হলো, স্পিন কীভাবে খেলতে হয় সেই ধারণাই নেই। ঐতিহ্যগতভাবে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা স্পিনারদের শাসন করে থাকে। যাই হোক, বর্তমান দলের খেলোয়াড়দের দেখে মনে হয়নি যে তারা সেই পর্যায়ে গেছে।’
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK