মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৫:৪৪

জিম্বাবুয়ে হারাল পঞ্চম উইকেট, সাকিবের দ্বিতীয়

জিম্বাবুয়ে হারাল পঞ্চম উইকেট, সাকিবের দ্বিতীয়

উত্তরণবার্তা ডেস্ক : ডিয়ন মায়ার্সকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট নিলেন বাঁহাতি স্পিনার সাকিব। ছোট ছোট স্পেলে বোলিং করা সাকিব বারবার ফিরে এসে পাচ্ছেন উইকেটের স্বাদ। সাকিবের শর্ট বল লং অন দিয়ে উড়াতে চেয়েছিলেন মায়ার্স। টাইমিংয়ে গড়বড় করে সীমানার অনেক আগে মাহমুদউল্লাহর সহজ ক্যাচে পরিণত হন ৫৯ বলে ৩৪ রান করা মায়ার্স। স্কোর: বাংলাদেশ ১৬৬/৫, ওভার: ৩৭
 
হিট উইকেটে আউট টেইলর!
জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর বাংলাদেশের বোলিংয়ের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। দারুণ ব্যাটিংয়ে রান তুলছিলেন অনায়েসে। কিন্তু হিট উইকেটে আউট হয়ে টেইলর ফিরলেন সাজঘরে। তাতে হতাশ জিম্বাবুয়ে শিবির। তাকে ফিরিয়ে উল্লসিত অতিথি শিবির। পেসার শরিফুল ইসলামের লেন্থ বল আপার কাট করতে চেয়েছিলেন টেইলর। ব্যাট-বলের টাইমিং হয়নি। এরপর শটের শ্যাডো প্র্যাকটিস করে ব্যাট নামাতে গিয়ে স্টাম্পে আঘাত করেন। বেলস পরে গেলে বাংলাদেশের ফিল্ডাররা আউটের আবেদন করেন। 
 
দুই অনফিল্ড আম্পায়ার নিজেদের মধ্যে কথা বলে তৃতীয় আম্পায়ারের সাহায্য চান। টিভি রিপ্লে দেখে টেইলরকে আউট দেন আম্পায়ার। শরিফুল পেয়ে যান প্রথম উইকেট। জিম্বাবুয়ে হারাল চতুর্থ উইকেট। ৫৭ বলে ৪৬ রান করেন টেইলর। 
 
টেইলর-চাকাবার প্রতিরোধ ভাঙলেন সাকিব
টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ ওভারেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় জিম্বাবুয়ে। তৃতীয় উইকেটে ৪৭ রানের জুটি গড়ে টেইলর ও চাকাবা প্রতিরোধ গড়েন। তাতে রান আসে অনায়েসে। তাদের জুটি ভাঙার উত্তর জানা ছিল সাকিবের। ১৬তম ওভারে সাকিব বোল্ড করেন চাকাবাকে। ৩২ বলে ২৬ রান করে ফেরেন জিম্বাবুয়ের উইকেট রক্ষক ব্যাটসম্যান। সাকিবের আর্ম ডেলিভারী ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে স্টাম্পে আঘাত করে। দুই বল আগে প্রায় একই ডেলিভারীতে বল বেরিয়ে যায় বাউন্ডারিতে। এবার স্টাম্পে আঘাত করিয়ে সাকিব পেলেন প্রথম সাফল্য। জিম্বাবুয়ে হারাল তৃতীয় উইকেট।
 
শতরান পেরিয়ে জিম্বাুয়ে
২৩তম ওভারের চতুর্থ বল। শরিফুলের অফস্টাম্পের বাইরের বল পয়েন্টে ঠেলে ২ রান নিলে জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর। ৯৮ থেকে জিম্বাবুয়ের রান পৌঁছে গেল একশ রানে। দ্রুত উইকেট হারানো এবং বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে সংগ্রাম করতে হচ্ছে স্বাগতিকদের।
 
পাওয়ার প্লে’তে জিম্বাবুয়ে ‘আপ টু মার্ক’
প্রথম পাওয়ার প্লে’তে (১০ ওভার) জিম্বাবুয়ে তুলেছে ৪৬ রান। তবে হারিয়েছে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে। পাওয়ার প্লে’তে স্বাগতিকদের পারফরম্যান্স আপ টু মার্ক। বাংলাদেশ তাদের চাপে রাখলেও জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা ঠিকই রান তুলে নিয়েছে। 
 
মিরাজেরও প্রথম ওভারে উইকেট
ইনিংসের ষষ্ঠ ওভারে মেহেদি হাসান মিরাজের হাতে বল তুলে দেন তামিম ইকবাল। পঞ্চম বলেই পান সাফল্যের দেখা। তাডিওয়ানাশে মারুনামিকে বোল্ড করে ফেরান সাজঘরে। সুইং করে ভেতরে ঢোকা বল তাডিওয়ানাশের উইকেট ভেঙে দেয়। আউট হওয়ার আগে ১৮ বলে ২ চারে ১৩ রান করেন তাডিওয়ানাশে।
 
প্রথম ওভারেই তাসকিনের সাফল্য
টস হেরে বোলিংয়ে নেমে সাফল্য পেতে সময় নিল না বাংলাদেশ। তাসকিন প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দিলেন। ডানহাতি পেসারের বল কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন একাদশে জায়গা পাওয়া তিনেশে কামুনহুকম্বে। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করছিলেন তাসকিন। তিন স্লিপ নিয়ে উইকেটের পেছনে আক্রমণাত্মক ফিল্ডিং সাজান। তাতেই মিলেছে সাফল্য।
 
সিরিজ জয়ের মিশনে বোলিংয়ে বাংলাদেশ
হারারেতে দ্বিতীয় ওয়ানডেতেও আগে বোলিং করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।
 
জিম্বাবুয়ের দুই পরিবর্তন
দুটি পরিবর্তনে দ্বিতীয় ওয়ানডের একাদশ সাজিয়েছে জিম্বাবুয়ে। দলে ফিরেছেন সিকান্দার রাজা ও তিনেশে কামুনহুকম্বে। বাদ পড়েছেন রায়ান বার্ল ও টিমিসেন মারুমা।
 
জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ওয়েসলি মাধেভেরে, তিনেশে কামুনহুকম্বে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড নাগারাবা।
উত্তরণবার্তা/সাব্বির
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK