শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১০:২১
ব্রেকিং নিউজ

ওমানকে ঠেকানোর লড়াই আজ

ওমানকে ঠেকানোর লড়াই আজ

উত্তরণ বার্তা ক্রীড়া ডেস্ক : ইউরো আর কোপা আমেরিকা এবং ফরাসি ওপেনের স্রোতে কাতারের দোহায় জামাল ভুঁইয়াদের কথা আড়ালে চলে গিয়েছিল। বিশ্বকাপ বাছাই এবং এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ফুটবল দল এখন কাতারে। ‘ই’ গ্রুপের লড়াইয়ে আজ শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে ওমানের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে রাত ১১টা ১০ মিনিটে। এই ম্যাচ টিভিতে দেখাবে।
মনটা খারাপ হলেও যারা ঘুরেফিরে বাংলার ফুটবলের ছবিতে চোখ রাখেন, তারা ঠিকই খোঁজ রাখছেন জামাল ভুঁইয়াদের। ওমানের বিপক্ষে ম্যাচ, কিন্তু এই ম্যাচ থেকে খুব বেশি কিছু আশা করার সুযোগ নেই। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ওমান। পাঁচ দলের গ্রুপে বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে সবার নিচে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা পুরো শক্তির দল নিয়ে নামতে পারছে না। এমন না যে পুরো শক্তির দল থাকলেও বড় কিছু করে ফেলত। পরিসংখ্যান সেটা বলে না।
২০১৯ সালের ১৪ নভেম্বর ওমানে গ্রুপের প্রথম লড়াইয়ে বাংলাদেশ ১-৪ গোলে ওমানের কাছে হেরেছিল। ৩ গোলে পিছিয়ে থেকে ৮০ মিনিটে বিপলু আহমেদ গোল করে ব্যবধান কমিয়েছিলেন। সেই বিপলু আহমেদ আজ মাঠে নামতে পারবেন না দুই হলুদ কার্ড পাওয়ায়। শুধু বিপলুই নন, অধিনায়ক জামাল ভুঁইয়া এবং রহমত মিয়াও দুটি করে হলুদ কার্ড থাকায় আজ নামতে পারবেন না। ওমান শক্তিশালী দল। তাদের বিপক্ষে যেখানে বাংলাদেশ সর্বশক্তি নিয়ে মাঠে নামবে, সেখানে একটা ভঙ্গুর দল নিয়ে নামতে হচ্ছে আজ।
হলুদ কার্ড ছাড়াও দলের আরও একজন সোহেল রানা আগেই ঢাকায় ফিরেছেন ইনজুরির কারণে। এছাড়া দলের সঙ্গে কাতারে যেতে পারেননি মাহবুবুর রহমান সুফিল, সাদ উদ্দিন, টুটুল হোসেন বাদশা ও গোলকিপার আশরাফুল ইসলাম রানা। এখানে অন্তত সাত ফুটবলার রয়েছেন একাদশের। এই পরিস্থিতিতে ওমানের মতো শক্তিধর ফুটবল দলের বিপক্ষে লড়াই করে পেরে ওঠা কঠিনই। ফুটবল বিশেষজ্ঞদের মতামত, ওমানের বিপক্ষে বড় কোনো স্বপ্ন দেখা ঠিক হবে না।
সবচেয়ে বড় কথা হচ্ছে, কাতার বিশ্বকাপ বাছাইয়ে টিকে থাকার সব দুয়ার আগেই বন্ধ হয়ে গেছে। এখন ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে টিকে থাকতে হবে। টেকার সম্ভাবনাও আছে। আজকে হেরে বিদায় নিলেই যে সবকিছু ধুয়ে-মুছে যাবে, তা বলা যাবে না। এশিয়ান কাপে প্লে-অফ খেলার সুযোগ থাকবে। সেখানে একটা একটা ধাপ পার হতে হবে। বাফুফের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টও হিসাব কষে দেখছে প্লে-অফ খেলার সুযোগ থাকবে। প্লে-অফে কী হবে, সেটা নিয়ে এখন ভাবছেন না বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে। ওমানকে ঠেকানোর পরিকল্পনায় ছক আঁকছেন কোচ। তার কোচিং স্টাফদের নিয়ে বৈঠক হয়েছে। ওমানকে ঠেকানোর লড়াইয়ে আজ খেলোয়াড়দের মাঠে নামাবেন। গোলপোস্ট আর মাঝ মাঠ নিয়ে বাড়তি পরিকল্পনা করা হয়েছে।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK