শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৮:৩৫
ব্রেকিং নিউজ

রাজশাহীতে কঠোর লকডাউন চলছে

রাজশাহীতে কঠোর লকডাউন চলছে

উত্তরণ বার্তা প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশন এলাকায় কঠোর লকডাউন চলছে। শুক্রবার বিকাল ৫টা থেকে নগরীতে পুলিশ ও র‌্যাব যে কড়াকড়ি আরোপ করেছিল শনিবার ভোরেও কড়াকড়ি অব্যাহত ছিল। এ কারণে সকালে নগরীর কাঁচাবাজারে তেমন ভিড় নেই। নগরীর বিভিন্ন বাজারেও মানুষের উপস্থিতি কম। কঠোর লকডাউনের ফলে নগরীতে যানবাহনের জটও কমে গেছে। এদিকে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মাত্র ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ১ জন করোনা পজেটিভ (চাঁপাইনবাবগঞ্জ) ছিলেন, বাকি ৩ জনের (রাজশাহী) করোনার উপসর্গ ছিল। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল থেকে পর্যন্ত ২৪ ঘন্টায় তারা মারা যান। এর আগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জনের মৃত্যু হয়েছিল। অর্থাৎ একদিনে ১০ মৃত্যু কমেছে। এর আগে গত ৪ জুন সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছিল। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সাইফুল ফেরদৌস জানান, শনিবার সকাল পর্যন্ত এ হাসপাতালে ভর্তি রয়েছেন ২৮৯ জন। এর মধ্যে আইসিউতে ১৮ জন। রাজশাহীর ১২২, চাঁপাইয়ের ১২০, নওগাঁ ২৪, নাটোর ১৪, পাবনা ৫, কুষ্টিয়া ১ জন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন আরও ২৫ জন। এর মধ্যে রাজশাহীর ১৪, চাঁপাইনবাবগঞ্জের ৮, নাটোর ২, পাবনা ১ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩৩ জন। এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজের উপ-পরিচালক জানান, গত ১ জুন থেকে ১২ জুন সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১১১ জন। এর মধ্যে ৬৪ জনের করোনা পজেটিভ এবং বাকিদের উপসর্গ ছিল। মৃতের সংখ্যা ১ জুন-৭, ২ জুন ৭, ৩ জুন ৯, ৪ জুন ১৬, ৫ জুন ৮, ৬ জুন ৬, ৭ জুন ১১, ৮ জুন ৮, ৯ জুন ৮ জন, ১০ জুন ১২ জন, ১১ জুন ১৫ জন ও ১২ জুন ৪ জন।
উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK