সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০০:৫৮
ব্রেকিং নিউজ

হোয়াইটওয়াশই বাংলাদেশের টার্গেট

হোয়াইটওয়াশই বাংলাদেশের টার্গেট

উত্তরণ বার্তা ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ হার, শ্রীলঙ্কার দর্প চূর্ণ। দেশটির সাবেক অধিনায়ক সনাথ জয়াসুরিয়ার টুইট পড়লেই লঙ্কানদের দগদগে ক্ষতের ছবিটা স্পষ্ট হয়ে যাবে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে উত্তরসূরিদের উদ্দেশ্যে জয়াসুরিয়া লিখেছেন, ‘দেশের গর্ব ঝুঁকির মুখে, শেষ পর্যন্ত লড়ে যাও ছেলেরা।’ শ্রীলঙ্কাকে হতাশায় ডুবিয়ে দেয়া বাংলাদেশের জন্য সময়টা উপভোগের। এক ম্যাচ আগেই সিরিজ জেতা টাইগাররা এখন হোয়াইটওয়াশের মিশন সম্পন্ন করতে মুখিয়ে। সিরিজটা ওডিআই সুপার লিগের অন্তর্ভুক্ত বলে পয়েন্ট হারাতে চায় না বাংলাদেশ।

সিরিজের শেষ ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তামিম বাহিনী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়। তবে দ্বিতীয় ম্যাচের মতোই আজ প্রকৃতির বৈরীতার মুখে পড়তে পারে দুই দল। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের ১১টা থেকে ৪টা পর্যন্ত বৃষ্টি হতে পারে। অবশ্য পুরো ম্যাচ ভেসে যাওয়ার সম্ভাবনা কম। ওয়ানডেতে প্রতিপক্ষকে ১৪ বার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ১৫তম বার এমন কৃতিত্ব অর্জনের মিশনেই আজ খেলবে টাইগাররা। মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, সিরিজ জিতলেও নিজেদের সেরা ক্রিকেট খেলেনি বাংলাদেশ। আজ ব্যাটিং সামর্থ্যের সেরাটা মেলে ধরায় আশায় এ অভিজ্ঞ ক্রিকেটার। গতকাল মাহমুদউল্লাহ বলেছেন, ‘ব্যাটিং-বোলিং হোক, আমরা সেরা ক্রিকেটটা এখনো খেলতে পারিনি। তো আমরা ওটাই দেয়ার চেষ্টা করব ও ম্যাচটা জিতে ১০টা পয়েন্ট নেয়ার চেষ্ট করব।’ সিরিজ জুড়ে তামিমদের চলমান দাপট ধরে রাখতে পারলে ওয়ানডেতে লঙ্কানদের বিরুদ্ধে ১০ম জয় আসবে আজ।

আজ দুই দলের একাদশেই একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ শিবিরে মোহাম্মদ সাইফউদ্দিনের খেলার সম্ভাবনা নেই। হেলমেটে বল লাগা এ তরুণকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। দ্বিতীয় ম্যাচে তার কনকাশন-সাব হিসেবে খেলা তাসকিন আহমেদই একাদশে থাকবেন। গতকাল দলসূত্রে জানা গেছে, তৃতীয় ওয়ানডের জন্য দলে আসা ওপেনার নাঈম শেখকে একাদশে দেখা যেতে পারে। মিডল অর্ডারে সুযোগ পেতে পারেন সৌম্য সরকারও। শ্রীলঙ্কার একাদশে নিরোশান ডিকওয়েলার ফেরা নিশ্চিত। গতকাল কোচ মিকি আর্থার ইঙ্গিত দিয়েছেন, একাদশে আরো পরিবর্তন আনবে শ্রীলঙ্কা।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK