রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১০:৩৯
ব্রেকিং নিউজ

দুই দিনে ঢাকা ফিরলো যত সিমকার্ড ব্যবহারকারী

দুই দিনে ঢাকা ফিরলো যত সিমকার্ড ব্যবহারকারী

উত্তরণবার্তা তথ্য প্রযুক্তি ডেস্ক : প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটানোর পর কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। দূরপাল্লার বাস বন্ধ থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ছোট ছোট যানবাহনে ঢাকা ফিরছে। গত দুইদিনে ১০ লাখ ৭৭ হাজার ৭৬টি সিমকার্ড নিয়ে ঢাকায় ফিরেছেন ব্যবহারকারীরা। ১৭ মে সোমবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানান। ফেসবুকে তিনি লেখেন, ১৫ ও ১৬ মে ১০ লাখ ৭৭ হাজার ৭৬টি সিমকার্ড নিয়ে ঢাকায় ফিরেছেন ব্যবহারকারীরা। এর মধ্যে গ্রামীণের সিম ৫ লাখ ৫২ হাজার ৬৫৮টি। রবির সিম ৪৮ হাজার ৬২৯টি, বাংলালিংকের সিম ৩ লাখ ৮৮ হাজার ৫০৫টি এবং টেলিটকের সিম ৮৭ হাজার ২৮৪টি।

এর আগের দিন ১৬ মে রবিবার মোস্তাফা জব্বার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়েছিলেন করোনা ঝুঁকির মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে ৪ থেকে ১৫ মে পর্যন্ত এক কোটি ৬৪ লাখ ৫ হাজার ৬৯৭টি সিমকার্ড নিয়ে ব্যবহারকারীরা ঢাকার বাইরে গেছে।
উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK